
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কক্সবাজারে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালুর দোকান এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সদর, রামু, ঈদগাঁও ও পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন। চারপাশে তখন ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজল। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনে দলের মনোনীত প্রার্থী শাহাজাহান চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র প্রতিহত করে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যে সিপাহী ও জনতাকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় স্বাধীনতা ও গণতন্ত্র।
বক্তারা আরও বলেন, আজ আবারও সেই চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত স্বার্থ নয়, দলের সিদ্ধান্ত ও প্রতীকের প্রাধান্য দিয়ে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান তারা।
মন্তব্য করুন