
নেত্রকোনার কলমাকান্দায় বিপ্লব ও সংহতি দিবস পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে কলমাকান্দা থানা মসজিদে নামাজরত অবস্থায় ইন্তেকাল করেছেন বিএনপি নেতা আরশাদ মিয়া (৬০)।
তিনি কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের টেংগা গ্রামের বাসিন্দা এবং ওই ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাড়ি থেকে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বের হন আরশাদ মিয়া। পথিমধ্যে কলমাকান্দা থানা মসজিদে জুমার নামাজ আদায় করতে প্রবেশ করলে নামাজরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন।
আরশাদ মিয়ার মৃত্যুর সংবাদে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্তব্য করুন